Saturday, September 21, 2019

অনুপম রায়

অবশেষে আমি

এখনও অনেক লাশ গুনছি,
লাশের রক্ত দিয়েই সকাল বিকাল স্নান সেরে আসি;
প্রতিদিন মানুষের পচা মাংস খেতে হয়
নিজেকে পুষ্ট করার জন্য 
নিজের শিকড়ে রক্ত ঢালি;

এভাবেই দিন যাবে আর সন্ধ্যা নেমে আসবে,

লাশের পালাবদল হবে
দায়িত্ব নিতে অবশেষে আমি যাব!


No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...