Saturday, September 21, 2019

অনুপম রায়

অবশেষে আমি

এখনও অনেক লাশ গুনছি,
লাশের রক্ত দিয়েই সকাল বিকাল স্নান সেরে আসি;
প্রতিদিন মানুষের পচা মাংস খেতে হয়
নিজেকে পুষ্ট করার জন্য 
নিজের শিকড়ে রক্ত ঢালি;

এভাবেই দিন যাবে আর সন্ধ্যা নেমে আসবে,

লাশের পালাবদল হবে
দায়িত্ব নিতে অবশেষে আমি যাব!


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...