Monday, September 16, 2019

গৌরাঙ্গ রক্ষিত

প্রেম পিয়াসী


আমার গ্রামের চেনা গলির বাঁকে,

মোড়ে কিংবা স্কুল মাঠে,

প্রেম গুলো রোজ বাঁচে,

আড়চোখে একটুখানি চাওয়ার মাঝে।

ধোঁয়া ওঠা চায়ের কাপের মতো,

নিত্য নতুন আহ্লাদে,

পূজোর অঞ্জলীতে ভিড়ের ফাঁকে,

হঠাৎ শাড়ি আর পাঞ্জাবীতে দেখে।

কোনো অপরিচিত ফোন নম্বর একসময়,

কল লিস্টের প্রথম প্রিয় নম্বর হয়ে

যখন দেখি তাকে, 

হৃদস্পন্দন ভুল করে বসে,

আর আমার মুখ না চাইতেই,

গোলাপী হাসি মাখে,

প্রয়োজন ছাড়া ও প্রেম খোঁজে, অন্যরকম ভাবে। 


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...