Saturday, September 21, 2019

বিপ্লব দে

তবুও ডেকো

অভিমানের ঠিক কতটা বোঝ তুমি ?

দুপুর রাত্রিতে দাঁড়িয়ে আছি ব্যর্থ প্রেমিক হয়ে ।

কি হল খুলবেনা দ্বার ।

আমি আজ কামুক নই ,

দুহাত ভরে নিয়ে এসেছি অর্ধেক আকাশ প্রেম ।

অভিমানের বর্ষণে আমি ভিজে সঁপ সঁপ ,

তোমার প্রেমের ছোঁয়ার উষ্ণ হতে চাই ।

তবুও যদি তোমার অভিমান ভাঙে ,

ডাক নাম ধরে ডেকো আমায় ।

ডাক নাম আমার প্রেম ।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...