Saturday, September 21, 2019

বিপ্লব দে

তবুও ডেকো

অভিমানের ঠিক কতটা বোঝ তুমি ?

দুপুর রাত্রিতে দাঁড়িয়ে আছি ব্যর্থ প্রেমিক হয়ে ।

কি হল খুলবেনা দ্বার ।

আমি আজ কামুক নই ,

দুহাত ভরে নিয়ে এসেছি অর্ধেক আকাশ প্রেম ।

অভিমানের বর্ষণে আমি ভিজে সঁপ সঁপ ,

তোমার প্রেমের ছোঁয়ার উষ্ণ হতে চাই ।

তবুও যদি তোমার অভিমান ভাঙে ,

ডাক নাম ধরে ডেকো আমায় ।

ডাক নাম আমার প্রেম ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...