Saturday, September 21, 2019

সংগীতা দেব

কালো প্রেম

আজকের দিনটা ভীষণ রকম খারাপ,

এই দিনটা থেকে পালাতে চাই।

আবারও একই ঘটনা, আমার জীবনে ঘটবে,

এইটা আঠেরো তম ঘটনার পুনরাবৃত্তি,

আমি কালো মেয়ে বলে।

সম্বন্ধটা একটা কথায় আটকে যাবে,

মেয়ে তো দেখছি কালো!
কালো বলে জীবনের অংকে, নম্বরটা কমে গেলো।
কালো মেয়ে কমই আছে, যারা
গল্পের নায়িকা, কবিতায় প্রেমিকা হয়।
কবিদের লেখায়, সৌন্দর্য্যের অনেক রকম উপমা হয়।
কিন্তু কালো মেয়ে যে, আমাবস্যার রাতের পর
প্রথম সরু চাঁদের, ঠোঁটের হাসি।
শরীরের চাপা রঙে,কারো শরীরে কাঁটা দেবে না,
তবু কালো মেয়ের রঙে,কেউ মায়ায় বাঁধা পড়বে ঠিক।
তার কাজল কালো, সাগর চোখে
গভীর ভাবের ভালোবাসার কথা।
রাশি রাশি লতানো চুলে
লাল শাড়ি আর, খোঁপার লাল ফুলে,
এক প্রেমিক চোখ লাল গোলাপ হাতে
কোনো একদিন এই কালো প্রেমে,
লাল রঙা টিপ কপালে আঁকবেই।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...