Saturday, September 21, 2019

সজীব পাল

 মানবতা

যারা নিয়েছো পকেটে মানবতা 
হাতে নিয়েছো দুর্জয় অস্র ,
ওই সীমান্তের উপর রক্তের বিনিময়ে 
এঁকেছো যারা হাজার সন্তানের ছবি ;
সভ্যতাকে যারা ধুলোয় মিশিয়ে দিতে 
করেছো নিজ মানবতা হত্যা!
আজ তাদের দুষ্কৃতীর প্রতিবাদে
কলম হাতে হয়েছি মানবতার কবি।
কংক্রিটের শহর আজ ম্লান অসহায় 
নিয়নবাতির ক্ষীণ আলোয় আলোকিত 
যাদের অস্পষ্ট সচেতনতার ছবি,
তারা আজ মানবতাকে দাবানলে ছাই করছে।
দেখেছি ঘুমের প্রতিটি মোচড়ে ,
রয়েছে অনাহারী চৌরাস্তার মোড়ে ।
খোলা আকাশ আজ তাদের সম্বল,
মাটি তাদের স্বপ্নের বিছানা,
ওই অমানবের কীটগুলি
তাদের করেছে আরো পথের কাণ্ডারি ।
কেউ শুনতে পায় না তাদের মনের 
দেশ গড়ার পাঁচালির সুর!
দলে দলে রঙের বিচিত্র মানব
খেলেছে দেশে সভ্যতার পোশাকে অসভ্য খেলা।
জ্বলে উঠুক নিরস্ত্র প্রতিবাদ,
শিশুর সত্য জ্ঞানের কথামালায়।
জীর্ণতার উপদেশে না থাকুক হিম,
আজ বরফেও হোক অগ্নির তীব্র তেজ।
ফিরে আসুক মানবতা না থাকুক বৈষম্য ,
তোমার শহর আর আমার সবুজ গ্রামের মাঝে।
ঝলসে উঠুক মানবতা এক নতুন সাজে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...