Saturday, September 21, 2019

উৎপল দেবনাথ

ভ্রমর কথা

ভাঙ্গাঘুম

ভাবনায় বিভোর

স্বপ্নটা দেখেও দেখি না

মধু মাখানো হাওয়া 

ব্যাকুল মন

ভ্রমর ফুলে 

পুষ্পটা ছুঁলো

তারপর!


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...