সত্যের জয় হবে নিশ্চয়
সত্যের পথে চলতে গেলে
শতেক বাধা আসতেই পারে,
তাই বলে কি বন্ধু তুমি
সত্যের পথ ছেড়ে দেবে?
সত্যের পথটা কাঁটা বিছানো
কদমে কদমে বাঁধা আস
এই পথে চললে সাথী
দুনিয়াটা চিনতে পারবে,
সত্যের পথে বাঁধা হাজার
তবে নেই সেথায় পরাজয়
সত্যের পথে চলে দেখ বন্ধু
তোমার জয় হবে নিশ্চয়I
No comments:
Post a Comment