Saturday, September 21, 2019

অনুপম দেব

সত্যের জয় হবে নিশ্চয়


সত্যের পথে চলতে গেলে 
শতেক বাধা আসতেই পারে,
তাই বলে কি বন্ধু তুমি 
সত্যের পথ ছেড়ে দেবে?
সত্যের পথটা কাঁটা বিছানো 
কদমে কদমে বাঁধা আস
এই পথে চললে সাথী 
দুনিয়াটা চিনতে পারবে,
সত্যের পথে বাঁধা হাজার 
তবে নেই সেথায় পরাজয় 
সত্যের পথে চলে দেখ বন্ধু 
তোমার জয় হবে নিশ্চয়I


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...