Saturday, September 21, 2019

সুমন দেবনাথ

মডেল হিসেবে তুমি



তুমি কখনো মডেলিং -র খাতায় নাম লিখিয়েছো ?

লেখাওনি ?


কি বলছো ?

আরে তবে শোনো বলছি ।

মডেলিং করা খুব সহজ জানো তো?

সুন্দর করে কথা বলা ,

একটু ঠিক-ঠাক করে বসা , চলা এটাই তো মডেলিং ।

তাই না ?

আসলে মডেলরা খুব আরামে থাকে জানো তো ?

কোনো সমস্যাই নেই তাদের জীবনে ।

একটা অনুষ্ঠানের প্রতিযোগি হয়ে নাম লেখাতে গেলেও তোমার শরীরের প্রতিটা অংশকে মনোযোগ দিয়ে সমান ভাবে পরীক্ষা পাশ করতে হয় ।

কোথাও আবার তোমাকে রোদে দাঁড়িয়ে , বৃষ্টিতে ভিজে নিজের শরীরের মাধ্যমে অপরকে মনোরন্জিত করতে হবে , নয়তো তোমার নাম থাকবে শেষের পাতায় ।

সুযোগে তোমাকে অনেক হাত স্পর্শ করতে চাইবে , সেই খেলা থেকেও নিজ ইচ্ছায় তোমাকে পরাজয় হয়ে ফিরে আসতে হবে ।

নয়তো পরিবারের নাম বদনাম হবে ।

কিন্তু তুমি নক্ষত্র হও সবাই চাইবে ।

কখনো বিছানা ভাগ করার প্রস্তাব আসে তবে ,

নিজ বদনাম না রটাতে কেউ পিছিয়ে যায় আর , কেউ উজ্বল হতে অপরিচিত কারোর বুকে রাত কাটায় ।

তবুও মডেলদের মুখে হাসি রাখতে হয় ।

কারণ হাসি ছাড়া তোমাকে কেউ কাছে টানবে না যে !

কাজের সুযোগ আসবেনা যে !

ছবিতে তাদের সুন্দর দেখাবেনা যে !

বাড়িতে নিজ হাতে জল না নিয়ে খাওয়া ব্যক্তিটাও মডেল হিসেবে আরেক জনকে নেশাক্ত করে দিতে পারে শুধু পরিবার চালানোর কথা ভেবে ।

মডেলদের আবার কিসের দুঃখ ?

শরীরের প্রতিটি অংশ দিয়ে রূপ ঝরাতে তাদেরকে অপরের কথায় নিজ শরীরকে ভাঙতে-গড়তে হয় ।

এটা আবার কিসের কষ্ট ?

ঠিক ভাবছো ।

আসলে মডেলরা শুধু ভালোবাসা দিতে নয় ,

তারা ভালোবাসা পেতেও চায় ।

মডেল কথাটির মধ্যেই যেমন সুগন্ধ মাখা আছে ঠিক এই মডেলরাও তোমার-তোমাদের জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিতে পারে ।

শুধু সময় করে একবার মডেলদের কাছে টেনে ভালোবেসে দেখো ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...