সে দিন আমি দাঁড়িয়ে ছিলাম
পুরানো এক স্বপ্নের সিঁড়িতে,
হঠাৎ চেয়ে দেখলাম তুমি
দাঁড়িয়ে আছো গোলাপ বনে ।
ফুটন্ত গোলাপের সাথে মিশে
চেহারা'টা হয়েছে আরও মিষ্টি,
চোঁখে চোঁখ রাখতে পারিনি
ঝাপসা হয়ে এসেছিল দৃষ্টি ।
আলোক বর্ষ পরে আবার যখন
দেখলাম তোমায় স্বপ্ন ঘোরে,
ইচ্ছা হলো জড়িয়ে ধরি
মাধুরি লতার মতন করে ।
টপকে গেলাম তোমার কাছে
তুমি ধরা দিলেনা প্রিয়া,
কোথায় যেন হারিয়ে গেলে
ভেঙে দিয়ে হিয়া
২. কন্যা বাঁচাও কন্যা পড়াও
কন্যা বাঁচাও, কন্যা পড়াও,
কন্যা হত্যা রোধে রুখে দাঁড়াও।।
কন্যারা হয় বধূ ভগ্নিমাতা,
পুরুষ-নারীর জন্মদাতা।
রোগে শোকে তারাই পবিত্রতা,
তাদের আরো শক্তি জোগাও।।
মায়ের পেটে আছে যে ভ্রুন কন্যা।
তাকে হত্যার কত পরিকল্পনা।
খুনি পিতা-মাতা চায়না কন্যা।
তাদের কঠোর শাস্তি দাও।।
কন্যা আছে প্রতি ঘরে,
সব দেশে সব পরিবারে।
কন্যা নাই সৃষ্টি নাই শান্তি হবে চির উদ্ধাও।।
প্রতিদিন কন্যা হচ্ছে নিধন,
চলছে শোষণ আর নির্যাতন।
পনের শিকার হয়ে পড়ছে কন্যা,
হিংস্র অসুরদের ঘুম ভাঙাও ।।
No comments:
Post a Comment