কবি আলগমীর কবীরের জোড়া কবিতা
১. ভুলতে পারিনা প্রিয়
হঠাৎ করে কখন যেনো
তোমার কথা মনে পড়ে যায়।
সেই দিনের কথাগুলো মনে করে
অশ্রু এসে দুচোখ ভিজিয়ে দেয়।
তখন আমি কাগজ কলম নিয়ে বসে
কি যেনো লিখতে থাকি।
বার বার তোমারি ছবি
চোখের পাতায় ভাসতে থাকে।
আমি কোথায় যেনো হারিয়ে যাই
তারই মাঝে শুধু তোমাকে খুঁজে পাই।
No comments:
Post a Comment