Saturday, January 23, 2021

অতনু রায় চৌধুরী

কবি অতনু রায় চৌধুরীর জোড়া কবিতা

১.অপেক্ষা

আমি শূন্যতায় বেঁচে আছি
একাকীত্বের কাছাকাছি ।
জমা হাজারো অভিমান কিংবা আবদার । 
আমার স্বপ্নের ঘর ভাঙছে রোজ
হচ্ছে জীবন ছারখার ।
তবুও এই শহরে‌ বুকে, চলছি হাসি মুখে 
অপেক্ষা সময় বদলাবার ।
এই কঠিন সময় অতীত হবে
হয়তো সু'দিন আসবে আবার ।


২. বন্ধুত্ব

চলার পথে যখন হঠাৎই মনখারাপ 
কিংবা হাজারো সমস্যা জীবনে ।
তখন একটা বন্ধু ঠিক ই লাগে ।
কেউ সেই বন্ধু পেয়ে যায় 
আবার কেউ পুরো জীবন সেই বন্ধুকে খুঁজে বেড়ায়।
বন্ধুত্ব লিঙ্গ ভেদাভেদ বুঝে না
বন্ধুত্বের মাঝে থাকে না জাতি ভেদাভেদ ।
বন্ধুত্ব সমবয়সী দেখে হয় না 
আসলে দুঃসময়ে বন্ধুত্বের প্রয়োজনটা অনেক ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...