Saturday, January 23, 2021

অতনু রায় চৌধুরী

কবি অতনু রায় চৌধুরীর জোড়া কবিতা

১.অপেক্ষা

আমি শূন্যতায় বেঁচে আছি
একাকীত্বের কাছাকাছি ।
জমা হাজারো অভিমান কিংবা আবদার । 
আমার স্বপ্নের ঘর ভাঙছে রোজ
হচ্ছে জীবন ছারখার ।
তবুও এই শহরে‌ বুকে, চলছি হাসি মুখে 
অপেক্ষা সময় বদলাবার ।
এই কঠিন সময় অতীত হবে
হয়তো সু'দিন আসবে আবার ।


২. বন্ধুত্ব

চলার পথে যখন হঠাৎই মনখারাপ 
কিংবা হাজারো সমস্যা জীবনে ।
তখন একটা বন্ধু ঠিক ই লাগে ।
কেউ সেই বন্ধু পেয়ে যায় 
আবার কেউ পুরো জীবন সেই বন্ধুকে খুঁজে বেড়ায়।
বন্ধুত্ব লিঙ্গ ভেদাভেদ বুঝে না
বন্ধুত্বের মাঝে থাকে না জাতি ভেদাভেদ ।
বন্ধুত্ব সমবয়সী দেখে হয় না 
আসলে দুঃসময়ে বন্ধুত্বের প্রয়োজনটা অনেক ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...