Friday, January 22, 2021

রণিতা নাথ

কবি রণিতা নাথের জোড়া কবিতা

১. বিচারক 

সকাল থেকে সন্ধ্যা অবধি
কেবল হেঁটে যাওয়া...

ক্লান্ত বিকেল
ঠিকানা খোঁজে,
হতাশায় ডুব দিতে দিতেই 
দুটি চোখ
সময়ের তালে,

অথচ
বিচার করতে করতেই
সবাই বিচারক,

নিজের বিচারক কেউ নয় !

অন্তত মানুষ যদি
নিজের বিচারক হতো

পৃথিবী হতো 
মানুষের।




২. চেনা অচেনা

দ্রুত পাল্টাচ্ছে সব
পলকেই চেনা মুখগুলো 
কেমন অচেনা হয়ে যাচ্ছে, 
উলোট-পালোটের মাঝে চেনা শব্দেরা 
ভীড় জমায় মনের ক্যানভাসে।

প্রতিটি সকাল 
নতুন ভাবনাকে জাগিয়ে গেলেও
দিনের শেষে 
বিকেল হলেই 
অবহেলায় পড়ে থাকে অগোছালো কথা,
মাটির বুকে এলিয়ে পড়া 
ক্লান্ত রোদ যেন !

শেষ ঠিকানা খুঁজে
হেঁটে যায় পথিক,
অন্ধকারে দেখে এক বিভৎস মুখ, 
রাতআকাশের নীচে অচেনা পৃথিবী 
মেতে উঠে 
যে খেলায় ভোরের সূর্য 
ইতি টানে তার। 

তীর্যক আলো আর
আলোকিত পৃথিবী,তবুও
মনের আঁধার কাটে না বলেই 
দিনের আলোয় ধর্ষিতা মাটি,
কান্নায় বাতাস ভারী হয়
তারপর...


ঋতুবদলের তালে নাতিশীতোষ্ণ বাতাস 
বয়ে চলে 
পুনরায়...

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...