কবি শিপ্রা দেবনাথের জোড়া কবিতা
১. এই তো জীবন
সময়ের সাথে সাথে হারিয়ে যায়
জীবনের অনেক স্মৃতি,
এটাই হল প্রকৃতির এক
আশ্চর্যজনক রীতি।
কখনো আশার আলো
মনে জাগায় শিহরণ,
আবার হতাশা কখনো
করে আনন্দ হরণ।
অপূর্ণ আশা কতো
থেকে যায় মনে,
সব সপ্ন হয়না পূরণ
সবার জীবনে।
আজ চারিদিকে শুধু ছড়িয়ে আছে
নিঃসঙ্গতার আভাস,
মেঘলা আকাশটি ও যেন কেমন
নিস্তব্ধ ও উদাস।
সময়ের সাথে হারিয়ে যায়
চেনা জীবনের ছন্দ,
এখন বুঝতে শিখে গেছি
কোনটা ভালো কোনটা মন্দ।
২. স্মৃতি কথা
জীবনে কখনো আর আসবে না ফিরে,
সপ্ন যেগুলো মোরে রেখেছিল ঘিরে।
লেখার জন্য কলম থাকলেও যায়না সব লেখা,
অনেক কিছু আছে বাকী যা হয়নি বলা.......
বাস্তবে যার কোথাও নেই কোন অস্তিত্ব,
সপ্নেতে চলে শুধু তারই রাজত্ব।
ভোর সকালে দেখা সপ্ন সত্যিই হয় পূরণ,
মা'র মুখে 'হ্যাঁ' কথাটা শুনতে লাগতো দারুণ।
ভুলিনি আমি আজও সেসব দিনের 'স্মৃতি কথা'
বিদায় কালে জানাতে চাই হৃদয়ের ব্যথা।
No comments:
Post a Comment