১. দাম্ভিক
লোকে লোকারণ্য যে শহরে
কেউ নিজের স্থান খুঁজে পায় না
তার ঈষৎ লাল চোখে
ধৈর্য আর মহত্বের অপেক্ষা রাখে কোথায়!
এই শহর ব্যস্ততার,
সুখ-দুঃখের আদান-প্রদান ঘটে।
যে মন পুষে রাখে অহংজ্ঞান
সে শহরের জঞ্জালের মতো।
জঞ্জাল হারিয়ে যায়
হারিয়ে যেতে হয় তাকেও।
লোকের ভিড়ে নিজেকে খোঁজা কঠিন।
পরিযায়ী পাখিরা মিশরে যায় আর আসে।
২. নৈরাশ্য
শরীর জুড়ে কালো মেঘ বাঁধলে
বৃষ্টি নামে..
আকাশের মতো তুমুল বৃষ্টি,
জোয়ার আসে বুকের মাঝে।
গাছের ডালের মতো ভেঙ্গে পড়ে স্বপ্ন গুলি,
মরে যায়..
সময়ের পর সময় এলে নতুন স্বপ্ন দেখি।
যেভাবে গাছেদের নতুন ডালপালা বেরিয়ে আসে।
No comments:
Post a Comment