Saturday, January 23, 2021

মিঠু মল্লিক বৈদ্য

কবি মিঠু মল্লিক বৈদ্য'র জোড়া কবিতা

১. আগমনীর প্রতিচ্ছবি

সবে দেখো চেয়ে,
সেজেছে আজ সে নববধূর সাজে।
রামধনুর সাতরঙ্গেতে সাজিয়ে আপনারে
নেমেছে ভুবনে পুঞ্জ মেঘের কোলে ভেসে।

পড়নে ময়ূরপঙ্খী,তণ্বী অপরূপী!
শিউলীর শুভ্র পরিমলে
মধুমঞ্জুরীর রমনীয়তায়,
তুমি প্রাণোচ্ছ্বলা।

রৌদ্রছায়ার মায়াবী খেলা,
নীলাকাশে সাদা মেঘেরভেলা,
অদূরে কাশফুলের সিগ্ধতায়
 মোহনীয় তুমি।

দখিণ সমীরণ,মুক্ত বাতায়ন;
নির্মল জোছনা ভরা নীরব যামিনী;
সবুজ ক্ষেতে সোনালী আলোর ঝিকিমিকি
তুমি আসমানী পরী।

শিশির ভেজা ঘাস,শিউলীর আস্তর
প্রভাত রবির চিক্কণ আভায়
যেন মুক্তাদ‍্যুতির
আলোকঝর্ণা।

অদূরের শান্ত জলে মেঘভেলার ছায়া,
বিলে শাপলা শালুকের মৌ-মৌ সুভাস,
ছুটির আমন্ত্রণ,উৎসবের হাতছানি
শরৎরানী তুমি ;আগমনীর প্রতিচ্ছবি।


২. দামাল ছেলে অম্লান

আদুরে সোনা,মায়ের চোখের মনি
যতনে বেড়ে উঠা,শৈশব পেরিয়ে কৈশোর,
আপন খেয়ালে বুনে স্বপ্নের বীজ।
মায়ের আঁচল,স্নেহভরা চাঁদোয়াতল,
বাবার রাঙ্গাচোখে নিখাদ ভালোবাসা 
খোঁজেছে নিরন্তর।

দামাল কিশোর,গন্ডীবদ্ধতা বেমানান
বিদ‍্যালয় শিক্ষা চুকিয়ে নতুন উদ‍্যমে জীবনগঠন,
জলপাই রঙ্গের পোষাক,দেশমাটির টানে
উত্তাল হৃদয়,
ছুটে যায় সীমান্তে,মায়ের বরপুত্রের বেশে।

পাড়া গাঁয়ের দুরন্ত ছেলে,আজ রক্ষী দেশজননীর
নির্ভীক সৈনিক হয়ে কখনো সিয়াচান,
কখনো দেশের স্বর্গপুরীর সীমান্ত ঘেঁসে সঠান দাঁড়িয়ে,
হাতে দুর্জয় রাইফেল,পরোয়া নেই মৃত্যুর।
জাগ্রত মন,পিছু টান যত দিয়েছে বিসর্জন 
আগলে মাটি উর্ধ্বকন্ঠে বলে 'দেশ আমার খাঁটি।"

সোনার ছেলে,ভয় করেনা কোন কিছুতেই 
ভেঙ্গে দিতে চায় সকল মহড়া
ভারতীকে নিয়ে যারা আঁকে পাপের খসড়া।
যোদ্ধা,রণরুদ্র,অসীম সাহসী
দুর্বার পথচলা,মৃত‍্যুভয় শূন‍্য অভী সে আজ
আমার গাঁয়ের সেই দামাল ছেলে অম্লান।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...