কবি জগন্নাথ বনিকের জোড়া কবিতা
১. দুর্ঘটনা
দুর্ঘটনা একটি সামাজিক ব্যাধি,
হচ্ছে তো আজ অনবরত।
মায়ের কোল যে খালি হচ্ছে,
প্রতিটা দিনের মতো ।।
বাবা, মা, হারাচ্ছেন ছেলে মেয়েদের,
আপনজন হারাচ্ছেন আজ সবাই।
দুর্ঘটনা যে থামছে না আজও,
কী হবে এখন মোদের বাঁচার উপায় ।।
দুর্ঘটনায় আজ পঙ্গুত্ব হয়ে আছেন,
অনেকেই ঘরে বন্ধী।
মৃত্যু তাদের তাড়িয়ে বেড়াচ্ছে,
হারিয়েছে অনেকেই জীবন সঙ্গী ।।
পঙ্গুত্ব জীবনটা কে ভালো বাসে না,
অনেকেই আপন মনে ।
দূর্ঘটনায় আহত ব্যাক্তিরা বেঁচে থাকেন,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ।।
ভালো থাকুক বিশ্ব পৃথিবী,
ভালো থাকুক আপনজন।
আর যেন না দেখতে পাই,
দুর্ঘটনার মতো প্রতিবেদন ।।
২. বর্ণমালা
মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে প্রথম যেদিন,
দেখেছি পৃথিবীর আলো।
চিৎকার করে কান্না করেছি,
অন্ধকারের চেয়ে পৃথিবীর আলো,
অনেক বেশি ভালো ।।
পৃথিবীর আলো দেখার পরে,
দেখেছি মায়ের মুখ।
সুন্দর এই নির্মল পৃথিবী,
চারিদিকে অপরুপা রুপ।।
জ্ঞানের আলো ছড়াবো বলে,
মায়ের কাছে দেখেছি প্রথম বর্ণমালার বই।
অ, আ, ক, খ, দেখেছি প্রথম,
স্বরবর্ণের, ব্যঞ্জনবর্ণের, আরও ছড়া গল্পের বই।।
কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রথম যেদিন,
গিয়েছিলাম মোর স্কুলে।
শিক্ষক, শিক্ষকা, এবং ছাত্র, ছাত্রীর দিকে ,
তাকিয়ে রইলাম আমি অবাক চোখে ।।
পঠন, পাঠন দেখেছি প্রথম ,
পেয়েছি বিদ্যার শিক্ষা ।
জ্ঞানের আলো ছড়াবো বলে ,
করেছিলাম মোর প্রতিজ্ঞা ।
No comments:
Post a Comment