১. ব্যর্থতার প্রতীক
কী নাম ? কৃষ্ণচূড়া? বকুল ফুল?
আমরা কেউই তার নাম জানি না!
চোখ তার দিঘির জলের পদ্মকমল
যেখানে লেখা নিশীথ পাখির গান।
২. হেমন্তের সংসারে
হেমন্তের সংসারে তোমাকে দেখেছি,
হেমন্তের মতো সবুজ থেকে হলুদ হতে।
তোমাকে দেখেছি নির্জন গলির পথে,
এই আমাকেই ঘৃণা করে চলে যেতে ।
ফুলের রেণুর মতো নীরবে ঝরলে
প্রশ্বাসে বাড়ালে কি কষ্ট!
এই দারুণ বিষাদে নদীর মতো শুকালে ,
খাঁচার পাখির মতো হারালে,
লোকালে দূরত্বে খুব;
বুঝবে কে ছিলাম আমি তোমার ভেতর!
বুকের রক্ত মাংস কতটুকু খেয়েছি!
বুঝবে সজনী তুমি বুঝবে।
চোখ তো মানুষের সব নয় ?
তবুও তোমার চোখেই দেখেছি ,
প্রণয়ের ভাস্কর্য,শিল্পীর মৃত্যু ।
হেমন্তের সংসারে তোমাকে দেখেছি,
হেমন্তের মতো সবুজ থেকে হলুদ হতে।
তোমাকে দেখেছি নির্জন গলির পথে,
এই আমাকেই ঘৃণা করে চলে যেতে ।
ফুলের রেণুর মতো নীরবে ঝরলে
প্রশ্বাসে বাড়ালে কি কষ্ট!
এই দারুণ বিষাদে নদীর মতো শুকালে ,
খাঁচার পাখির মতো হারালে,
লোকালে দূরত্বে খুব;
বুঝবে কে ছিলাম আমি তোমার ভেতর!
বুকের রক্ত মাংস কতটুকু খেয়েছি!
বুঝবে সজনী তুমি বুঝবে।
চোখ তো মানুষের সব নয় ?
তবুও তোমার চোখেই দেখেছি ,
প্রণয়ের ভাস্কর্য,শিল্পীর মৃত্যু ।
No comments:
Post a Comment