কবি মোঃ রুবেলের জোড়া কবিতা
১. নীল খাম
একটা নীল খামে বন্দী কিছু অব্যক্ত কথা।
যেগুলি তোমার কাছে মুক্ত বিহঙ্গের মতো পৌঁছাতে না পারায়--
গুমরে মরছে আমার ভেতর।
নিস্তব্ধ রাত,চারিভিত জুড়ে ধেয়ে আসে গাঢ় অন্ধকার।
কারণ সমস্ত প্রতিশ্রুতি ভেঙ্গে,
ভালোবাসার আলোটা এখন ম্লান।
ভালোবাসা-বিচ্ছেদের তারে টান পড়ায়
সুর উঠে বিরহের।
অশ্রু সিক্ত নয়নযুগল
বাঁধন ভাঙ্গার আশকারায়।
ভালোবাসা বুঝি এমনও হয়?
জীবন্ত লাশের হত্যার কারিগরও হয়!
২. উষ্ণতা
জ্যোৎস্না মাখা একটি নিঝুম রাত।
পুঞ্জিভূত অভিমানেরা অনুরোগের চাদরে ঢাকা।
অনাদরে থাকা আবদারেরা কোমল- উষ্ণতা ছড়ায় পুরো ঘর জুড়ে,
তোমাকে ভালোবাসবে বলে।
যা তোমাকে আগে এমন করে কখনো ভালোবাসা হয়নি।
যে আহত শব্দেরা দেওয়ালে লিপিবদ্ধ হয়েছিল,
সেগুলি মুছে নেব চিরতরে।
তোমাকে নিয়ে অনাহত শব্দের কবিতা বুনবো বলে।
No comments:
Post a Comment