১. খুঁজে বেড়াই
প্রেম ছিল ভোরের শিশিরে,
সেই পড়ন্ত বিকেলের সূর্যাস্তে।
বর্ষার স্যাঁতস্যাঁতে পুকুর পাড়ে,
ফুল বাগানের দৈর্ঘ্য-প্রস্থে।
জোনাকিরা ঘোরাফেরা করতো,
পূর্ণিমার জোছনা ভরা রাতে।
যখন তুমি ফুল কুড়োতে বের হতে,
সেই সোনালি শারদ প্রাতেঃ।
ফেরত চাইছি সেই দিনগুলি,
ময়ূর-ময়ূরীরা পেখম মেলতো যখন।
পারবে কি ফিরিয়ে দিতে,
সেই দিনগুলি আবার এখন।
ছাব্বিশটি বসন্ত পথ চেয়ে,
বসে আছি তোমার।
ভাবছি এবার আগের মতো,
প্রেমে পড়বো আবার।
২. শীতের সকাল
প্রকৃতির পালা বদলে আসে,
কুয়াশাচ্ছন্ন শীতের সকাল।
রাতের ঘন নিস্তব্ধতা কাটিয়ে,
শুরু করা আরেকটি নতুন দিন।
শীতের শীতল শিশির বিন্দু,
দূর্বা ঘাসের কচি ডগায়।
শিশুরা ঠান্ডা থেকে মুক্তি পেতে,
রোদে বসে করতো খেলা।
খেজুর গাছ থেকে গাছিরা,
নামিয়ে আনতো রসের হাঁড়ি।
চাদরের ভেতর থেকে,
হাত বের না করার চরম সুখ।
পৌষ পার্বনে থাকতো,
পিঠা-পুলি ও নানা অনুষ্ঠান।
আজও মনের অলিগলিতে ঘোরে,
সেই সোনাঝরা দিনগুলি।
No comments:
Post a Comment