কবি মনচলি চক্রবর্তীর জোড়া কবিতা
১.পরিযায়ী
পরিযায়ী শ্রমিকের দল
আজ ফিরছে ঘরে
ওরা গড়েছে শহুরে ইমারত
বহু মাস বহু বছর ধরে
যুগে যুগে হাড়ভাঙ্গা
শ্রমের বিনিময়ে গড়েচলেছে
সভ্যতার শিখর
কেউ কি রেখেছে সে খবর?
২. মেঘলা আকাশ
মেঘলা আকাশ
মন আনচান
বিরহের বুঝি
হল অবসান
মেঘ গর্জায়
বুক দুরুদুরু
হৃদয় তুফান
এই বুঝি শুরু
এসো বরষন
ধুয়ে দাও মন
মুছে দাও আজ
বিষাদের ক্ষন
চাতকেরা হোক
পিপাসা মুক্ত
ধরনী তুমি হও
বরষ সিক্ত
অবগুন্ঠন খুলেছে যে আজ
মেঘবালিকার অপরুপ সাজ।
No comments:
Post a Comment