কবি লিটন শব্দকরের জোড়া কবিতা
অনেক বছর আগে
গাঁয়ের বাড়িতে পোষা
হাঁস,মুরগী,ছাগল গোরু
এসবের কথা মনে পড়ে,
দাদুর ইচ্ছেতেই সেগুলি বিক্রি করে
গাঁয়ের বাড়িতে পোষা
হাঁস,মুরগী,ছাগল গোরু
এসবের কথা মনে পড়ে,
দাদুর ইচ্ছেতেই সেগুলি বিক্রি করে
কীর্তনীয়া পরেশ জেঠুর চিকিৎসার টাকা জোগাড় হয়েছিলো।
তারপর দু'চারজন আমাকে বললো
-তোকে বড় নদীতে জুুুরিন্দা নৌকো চড়িয়ে আনবো,
অনেক শব্দমালা আর
শিশিরের অবসর দেবো আর ভালোবাসা।
আমি যখন উৎসাহে আর
বহু কষ্টে উচ্চারণ করলাম
ভা-লো-বা-সা,
তখন টের পেলাম গ্রহ জুড়েই শুধু
একের পর এক রাত্রি ভ্রমণ খেলা।
চোখ সব ধুলো মেনে নিল
সারাটাদিন আমি সানগ্লাস পড়তেই ভুলে গেলাম।
তারপর দু'চারজন আমাকে বললো
-তোকে বড় নদীতে জুুুরিন্দা নৌকো চড়িয়ে আনবো,
অনেক শব্দমালা আর
শিশিরের অবসর দেবো আর ভালোবাসা।
আমি যখন উৎসাহে আর
বহু কষ্টে উচ্চারণ করলাম
ভা-লো-বা-সা,
তখন টের পেলাম গ্রহ জুড়েই শুধু
একের পর এক রাত্রি ভ্রমণ খেলা।
চোখ সব ধুলো মেনে নিল
সারাটাদিন আমি সানগ্লাস পড়তেই ভুলে গেলাম।
২. না লেখা কবিতার আদর
বলার তো ছিল যদিও সব অকারণ
বাতাসে এখনো শুধুই ফুলেল বারণ।
তাই সুরেলা ঢেউ আশ্চর্য কুয়াশাকে
আপন ভেবেই 'প্রিয়' বলে ডেকেছে,
নীল রং রইল পড়ে সমুদ্রের জলে
প্রয়োজন আজ দু'বেলাই সেজেছে
মরসুমি আয়নায় দাঁড়িয়ে
-একবেলা রূপসী একবেলা উপোসি,
অক্ষরমালারা চুপ,সন্ধ্যেয় ঘরে ফিরে
যত্ন চারাগাছ পোঁতে আশ্চর্য সুরচাষী।
গল্পে শোনা নৌকোর পালে করে
মন্ত্রমুগ্ধ হাওয়া জানালার বন্ধু হবে
সে আশা ঠোঁটে নিয়ে নিরুদ্দেশ
সব কুয়াশার রাত ও জ্যোৎস্নারা,
জোর ভল্যুমের গান বেজে যায়
শাখায় জেগে আছে শালিকেরা।
বলার তো ছিল যদিও সব অকারণ
বাতাসে এখনো শুধুই ফুলেল বারণ।
তাই সুরেলা ঢেউ আশ্চর্য কুয়াশাকে
আপন ভেবেই 'প্রিয়' বলে ডেকেছে,
নীল রং রইল পড়ে সমুদ্রের জলে
প্রয়োজন আজ দু'বেলাই সেজেছে
মরসুমি আয়নায় দাঁড়িয়ে
-একবেলা রূপসী একবেলা উপোসি,
অক্ষরমালারা চুপ,সন্ধ্যেয় ঘরে ফিরে
যত্ন চারাগাছ পোঁতে আশ্চর্য সুরচাষী।
গল্পে শোনা নৌকোর পালে করে
মন্ত্রমুগ্ধ হাওয়া জানালার বন্ধু হবে
সে আশা ঠোঁটে নিয়ে নিরুদ্দেশ
সব কুয়াশার রাত ও জ্যোৎস্নারা,
জোর ভল্যুমের গান বেজে যায়
শাখায় জেগে আছে শালিকেরা।
No comments:
Post a Comment