Saturday, January 23, 2021

রাজীব পাল

কবি রাজীব পালের জোড়া কবিতা

১. জটাধারী

মাটির গভীরে গাছের মূল আর শোষণ শিকড়ের প্রাচুর্য,
জল উঠায় পাতায় পাতায়, আলো মেখে করে আহার্য।

মাটির ধর্ম রত্ন ভান্ডার সব উজাড় করে দেওয়া,
গাছ বাবুর চলে সুযোগ বুঝে আকাশপানে বাওয়া।

আগার সুখে মত্ত এমন, গোড়ার খেয়াল রয় ভুলে,
ভেঙ্গে পড়ার দুঃস্বপ্ন তুফান ঘাড়ে নিশ্বাস ফেলে।

রাজার রাজা বট গাছটি, বাড়ে গোড়ার খেয়ালে,
দীর্ঘজীবির স্বপ্ন সাজে ঠেস মূল, স্তম্ভ মূলে।

জটাধারী ওই বটের গুনে কত মানী গুণী লুটায় তলে,
ঢেঙ্গা ওই পাশের পড়শীর, জীবন যায় বিফলে।



২. তোমায় দেখবোই


কাছে আছো কিবা দূরে 
রাত প্রহরে একদিন দেখবোই, 
কবিকঙ্কণ পড়ে গলে 
প্রেমের মঞ্চে নাচবোই।
কাঙ্গালিনি কিবা রাজরানী 
তোমার তরে সাজবোই,
কাজল পাতায় তুলিকার সাথে 
তোমায় আমি আঁকবোই।
গায়ক পাখির গানের সুরে
বাগিচায় গান করবোই,
আর কত লুকিয়ে খেলে যাবে
একদিন তোমায় দেখবোই।
নিশ্বাস প্রশ্বাসের মালায় 
তোমায় আমি খুঁজবোই,
এই নিলয়ে যার আনাগোনা 
তাঁর হাতটি আমি ধরবোই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...