Saturday, January 23, 2021

সম্পাদকীয়

মনন স্রোত। মননের এক ধারাবাহিক স্রোত। এই নামকরণের পুরোধা এই রাজ্যের বিশিষ্ট ছড়াকার, চিত্রশিল্পী শ্রদ্ধেয় বিনয় শীল। তিনি একনিষ্ঠ কবিতা উপাসক। সৎ, পরিশ্রমী এবং নিষ্ঠাবান বিরল মানুষ। রাজ্যের সাহিত্যজগতে তিনি প্রবীণ মানুষ। এ যাবৎ অনেক কবিদের কাব্যপথের সারথী তিনি। ছড়া নির্মাণে তিনি অনন্য। এই রাজ্যে এরকম শিল্প উপাসক বিরল। আমরা আমাদের এই সংখ্যায় কবি বিনয় শীলকে বিশেষ শিল্প উপাসক হিসাবে সন্মান জানালাম।

আজ ২৩ শে জানুয়ারী। ভারতীয় ঈশ্বরের জন্মদিন। মহান দিনে মনন স্রোত প্রকাশ করতে পেরে আমরা গৌরবান্বিত। নেতাজির আদর্শে আমরা যাতে ভালো মানুষদের সেবাব্রত হতে পারি এই শুভকামনা প্রার্থণা করি। যারা এই বিশেষ সংখ্যাটিতে লিখলেন তাঁদের কৃতজ্ঞতা। যাবতীয় ভুলত্রুটি সম্পাদকের একার। মার্জনাপূর্বক সহযোগিতা চাইছি। সকলে ভালো থাকুন। মনন স্রোতের শুভেচ্ছা নিন।

জয় হিন্দ

শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত, ত্রিপুরা

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...