কবি সনৎ কুমার কুন্ডু'র জোড়া কবিতা
১. এক নন্দিনীর গদ্যোকথন
পতিত জমি আগাছায় পূর্ণ
আবাদী হবে বৃষ্টির উর্বরতায়
মাঠে নেমেছে কামুক শ্রমিক
শুধু চলেছে কাম প্রচেষ্টা
পাকে পাকে লাঙ্গলের ফলা ঘুরিয়ে
নন্দিনীর বুকের অর্গল ভেঙ্গে
জৈবিক ক্ষুধা নিবৃতি করছে
ওর বুকের শক্ত বাঁধন
সদর্পে ফিরায়েছে নৃশংস
লোলুপ অত্যাচারীদের হাত থেকে
চাষাবাদ খেলায় মত্ত হয়েছিল সেদিন
ওর বুকের শৃঙ্খলা নষ্ট করে
শ্রী বিশ্রী করেছিল,
হেনস্তা করেছিল নন্দিনীর
পতিতকে পতিতায় রূপান্তরিত করে
পরিতৃপ্ত হয়েছিল ওরা
এক বীভৎস চেহারা নন্দিনীর মানচিত্রে
মুখের ভাষা ও অঙ্গ শৈষ্ঠব চাষাবাদে
তার নিজের চিন্তাচেতনাকে নষ্টভস্ট করেছিল সেদিন।
২. মশা মাছির সংগ্রাম চলছে
ত নিচেয় আর নামবে বলো.....
নামের অক্ষর গুলো যে ধুয়ে মুছে ছায়া হয়ে গেল
কে রাখবে নতুন নাম
কে লিখবে প্রাচীন প্রথায়
নিব কালির জীবন শ্বেত কণিকায় ভরা
মেধা বলতে সব অপদার্থ যুগের সলীলে সমাধীস্হ
পাথরে পাথরে ঘষা আগুন-
নিভে গেছে, ক্ষয়ে ক্ষয়ে মসৃণ
কত নিচেয় আর নামবে বলো....
ঘ্রাণ অঘ্রাণেই ছেড়েছে গ্রাম
মিছিমিছি ঘ্রাণ নিই মধু মাসে
গুঞ্জন নেই,মধু মক্ষীকারও খোঁজ নেই
শুধু মশা-মাছির সংগ্রাম চলছে
নামতে নামতে নেমে গেছি অতল গহ্বরে
কত নিচেয় আর নামবে বলো.....
No comments:
Post a Comment