Saturday, January 23, 2021

নিলাঞ্জনা দেবনাথ

কবি নিলাঞ্জনা দেবনাথের জোড়া কবিতা

 ১. প্রথম স্নান

নদীর পাশের চর ধরে এগিয়েছে
বাল্যশিক্ষার ধাপ।সেই জলপথ ধরে 
কাবেরী ও আমায় স্নাত করেছে
আবার নৌকা ভাসিয়েছে
অপরিকল্পিত ঠিকানায়।

কম্পাসের কাঁটায় ভেসে গেছি
সুরমার বুকে ধলাই এর স্রোতে 
দিনের প্রথম আলোকে 
চকচকে মনুর বালুরাশি
আমায় হাতছানি দিয়েছিলো।

উপজাতি মায়ের আঁচলে মুখ মুছে
যাত্রা হাওড়ার দিকে। 
নিজ গতিপথ হারিয়ে সে আমায় বুকে ধরে না... 
তবে এবার বাঁক নেবো মুহুরীর দিকে...


২. জৈথাং

কার্ণিশে বসে খুঁজছি জৈথাং
জীবনের সব হারিয়ে গেছে
মাঘের উত্তরের হাওয়া দিকভ্রান্ত 
ধেয়ে আসে অশরীরি জানালায়। 
ওরা খুঁজে গরম কাপড়।
তবুও অপেক্ষা; কুয়াশার মিছিল 
বাঁশের বেড়ার ফাঁক 
ছোটো ছোটো আলো! 
আমিও ক্লান্ত শহরে উদভ্রান্ত
হেঁটে চলি জৈথাং এর পথে  -

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...