Wednesday, May 8, 2019

গোপালচন্দ্র দাস

শব্দ শিকার


মুখে লম্বা দাড়ি বিশেষজ্ঞ গবেষণা

ঘর নির্জন রাস্থায় প্রতিদিন শব্দ শিকার

পুরনো শব্দের ভিড় সবুজ মাঠে

নদী উজান বিলে ঘাতক মাছের পাখনা

পানকৌড়িরা উড়ে যায়।

শহরের ব্যস্থ বিপণী জোনাকির স্তুপ

উষ্ণ বাতাস অলস হলেই

জেগে উঠে নির্ঘুম আততায়ী

শব্দেরা মরে গেলে

আর কেউ উড়তে পারে না।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...