Wednesday, May 8, 2019

গোপালচন্দ্র দাস

শব্দ শিকার


মুখে লম্বা দাড়ি বিশেষজ্ঞ গবেষণা

ঘর নির্জন রাস্থায় প্রতিদিন শব্দ শিকার

পুরনো শব্দের ভিড় সবুজ মাঠে

নদী উজান বিলে ঘাতক মাছের পাখনা

পানকৌড়িরা উড়ে যায়।

শহরের ব্যস্থ বিপণী জোনাকির স্তুপ

উষ্ণ বাতাস অলস হলেই

জেগে উঠে নির্ঘুম আততায়ী

শব্দেরা মরে গেলে

আর কেউ উড়তে পারে না।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...