Wednesday, May 8, 2019

কমলেন্দু সেনগুপ্ত

মে দিবস

পেলব ডানার  এক সুকুমারী পাখি

গান ভাসিয়েছে ভারি বাতাসে। আজ ভোরে।
চাষি ক্ষেতে নিরেন দিয়েছে বোধহয়
মাটির বুনো গন্ধে চারপাশ ময়ময়।
লাল জবার কুঁড়ি আকাশে দিকে
হাত জোড় করে দাঁড়িয়ে আছে
যেন এক দল মেয়ে স্কুলের পোষাকে
নতুন দিনের প্রার্থনা সঙ্গীত গাইছে।

উহু! এসব বুক দিয়ে ভালো না বেসে

আমি অবশ্যই কোথাও এক পা নড়বো না
বৃষ্টি ফোঁটা আমার ঠোঁটে তৃষ্ণা পরখ করে
মরা ঘাস আমার পায়ে বিপ্লবের আকুলতা।
কেননা সময়ের আর বিশষ সময় নেই হাতে
যে আমায় আরও একবার দেখতে দেবে
মে দিবসের এই দিনটা লড়াই সংগ্রামে
ঘেমে নেয়ে বৃষ্টি স্নাত ফুল হয়ে হাসছে বিশ্বে।



No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...