বিচ্ছেদ
ব্রেকআপ দু'টি শব্দ
পাশে ডেট'টা লিখে নিও,
ধুকা দিয়েছে সে
বলে ঘৃন্য অসৎ প্রিয়।
অপমানিত হবনা আর
নিজেকে মানিয়ে নেব,
যদি চাওয়ার থাকে বলো
অনায়াসেই দিয়ে দেব।
মোবাইল ফোনে রেমিন্ডার-এ
ডেট'টা লিখে নিও,
প্রতি বছর ২৪'মে
যতখুশী গাল দিও।
বলো কুৎসিত মন
আমি লোচ্চা কি চরিত্রহীন
অপবাদ নিয়েই বাচবো আমি
কাটবে প্রহর দিন।।
No comments:
Post a Comment