Wednesday, May 8, 2019

মোঃ রুবেল

জীবন সংগ্রাম

অবিশ্রান্ত জীবন বহমান হিল্লোল দৌড় ঘোড়ায়।

নিবৃপিত লক্ষ্যে অধিষ্ঠিত হওয়ার ঘর্ম ক্ষরিত প্রচেষ্টায় ব্যস্ত সবাই।

কোথাও সুগম ,কোথাও বা দুর্গম পথের সমাহার ।

তবু উচ্চাকাঙ্ক্ষা বুকে- করব জয় নিশ্চয় ;

সম্মুখপানে যতই  আসুক বাধা,উপদ্রব আর ভয়।

ডারউইনবাদানুযায়ী জীবনাসরে শুধু আপন অস্তিত্ব রক্ষায় প্রতিযোগিতার খেলা;

প্রস্তুতির প্রান্ত নেই, চলে প্রাত হইতে নিদ্রাহীন রাত্রি বেলা।

সংগ্রামে বিজিতরা করে চিত্ত বিলাসী নৃত্য ;

পরাভূতরা থাকে গুটিয়ে অল্প সময় নয়তো অনন্ত।

সাফল্য-ব্যর্থতা হল নৈসর্গিক নীতি;

নিবৃত্ত হবেনা কখনো তার গতি।

মনে রেখো---

ব্যর্থতায়  নয় যে শেষ;

শেষেতে থাকে শুরুটার পাদদেশ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...