Wednesday, May 8, 2019

সৈকত সরকার

হলুদি ব্যাপারি

১.
দাঁড়ান!
চমৎকার চমকানো একটি শিরোনাম খেয়ে যান,
স্বাদটা মন্দ নয়
মরিচ মশলা দিয়ে কষানো।

২.
চতুর্থ খুঁটির বারোআনাতেই ঘুণ,
কতিপয় চাটু অবসরে যাওয়া মেকুরের স্থলাভিষিক্ত।
অশ্বডিম্ব হতে বাচ্চা ফুটবে কবে তা নিয়ে তর্ক,
লেজধরে নাচানাচি মিথ্যা ফানুসের।
পৌনে পাতার বিজ্ঞাপনে ঢেকে গেলো -
শহরের বুকে ধর্ষিত ঝি মানুষের।।

৩.
স্বাবকতার শ্রেষ্ঠ উদাহরণ
তুমি হলুদি ব্যাপারি
এতই যদি ভয়
তবে ছাড়ো খবর!
তৈল মর্দন সার্থ উদ্ধার
সত্য দিলে কবর!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...