Wednesday, May 8, 2019

পৌলমী সাহা

বিশ্বকবি রবীন্দ্রনাথ


সাদা কাগজে কালো কালিতে,

লিখেছো অনেক ছন্দ আর গীতি।

বাস্তবতা আর সকলের মনের কথা,

তোমার লেখায় হয়েছে সম্মুখীন।

আলো আঁধারে আনন্দ বিপ্লবে,

তোমার লেখা তোমার গীতি,

বহন করেছে যুগ যুগান্তর হতে,

অনেক অনুভূতি অনেক স্মৃতি।

দেশের জন্য  উজাড়  হতে,

সত্যের জন্য লড়াই করতে।

এবং ভালোবাসার জন্য উদার থেকে,

প্রকৃতির রূপে মুগ্ধ হতে!

সেকথা তুমি  বর্ণন করেছো,

তোমার প্রতিটি লেখনিতে।

কলম রূপী তলোয়ার,

বর্তমান যুগে বহু মূল্যবান।

নবীন  প্রয়াসের কাছে,

তা জানান দিতে তোমাকে ,

আবারো দরকার।

কারণ তুমি সেই অনন্য বিশ্বকবি,

আমাদের সকলের প্রিয় মননের রবি।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...