বাবা
বাবা মানে একটি ভরসারস্হল খরস্রোতা নদে ঝিলমিল জল বৃষ্টিস্নাত দিনে ছত্রের হাতল, কিংবা প্রখর রোদে ছায়াবৃত্ত অঞ্চল,,
বাবা মানে পরিবারের সামনে হাসিমুখের আবরনে লুকিয়ে রাখা বেদনা,
নিজে সারাদিন না খেয়েও,উদরপূর্তির ফুটিয়ে তুলা বাহানা, ৫টাকা বাঁচাতে দু'মাইল হাঁটা,, পরিবারের মুখে হাসি ফোটাতে পূরোনো জামা-প্যান্টকেও নতুন বলে চালনা,, বাবা মানে অশ্রু যার ঘামে নির্যাসিত,, শিঁকল যার আরাম-আয়সে বাঁধিত,, হাসি যার পরিবারের মুখে প্রস্ফুটিত,,
বাবা মানে এক লড়াকু নেতা,, সংগ্রামী মেজাজী,আত্মবলিদানই যার জীবনগাঁথা!
No comments:
Post a Comment