Wednesday, May 8, 2019

অভীককুমার দে

উৎ সব

উৎসের চোখে চশমা,
কাচের সিঁড়ি বেয়ে নেমে আসছে উৎ সব !

কত কি ধরতে গেলে আরও আসে কত !
শত সহস্র যোজন দূরে রোদের আলো,
কাতর পাথর মাটি;
অদৃশ্য ঘোড়া পালাবার পথ খোঁজে
একা, ভবঘুরে বাধাহীন মায়াপথ
শূন্যে শীতল পাটি ?

এসব দেখেই চশমার জালে জল
জ্বলে চোখ, জলে ঝুলে থাকে উল্টো ছবি, তবু
কোনও বিরহের ঢেউ জাগা শূন্য বুকে
সুখের সুর খুঁজি মমনস্রোতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...