গোরস্থান
এ হলো সমাধি
নতুন পাওয়া উপহার,
জঙ্গলে পরিপূর্ণ শহর
চারপাশ ঘোর অন্ধকার।
এরা রঙিন প্রতিবেশী
নিশ্চুপ ঘুমন্ত পাড়া,
কোন বাগানে বাঁশের বেড়া
সদ্য লাগানো চারা।
এ শহরে যান্ত্রিকতা নেই
নেই কোন কৃত্রিমতা,
ভালো মানুষ সাজার প্রয়োজন নেই
নেই মিথ্যা আবেগিকতা।
এ হলো নিয়তি
জানালা দরজা বিহীন ঘর,
এ শহর আপন হয়,
যখন অন্য শহর করে পর।
No comments:
Post a Comment