Wednesday, May 8, 2019

মুকিম মাহমুদ মুকিত

গোরস্থান
  


এ হলো সমাধি
নতুন পাওয়া উপহার, 
জঙ্গলে পরিপূর্ণ শহর
চারপাশ ঘোর অন্ধকার। 
এরা রঙিন প্রতিবেশী
নিশ্চুপ ঘুমন্ত পাড়া,
কোন বাগানে বাঁশের বেড়া
সদ্য লাগানো চারা। 
এ শহরে যান্ত্রিকতা নেই
নেই কোন কৃত্রিমতা,
ভালো মানুষ সাজার প্রয়োজন নেই
নেই মিথ্যা আবেগিকতা। 
এ হলো নিয়তি
জানালা দরজা বিহীন ঘর,
এ শহর আপন হয়, 
যখন অন্য শহর করে পর।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...