Wednesday, May 8, 2019

মুকিম মাহমুদ মুকিত

গোরস্থান
  


এ হলো সমাধি
নতুন পাওয়া উপহার, 
জঙ্গলে পরিপূর্ণ শহর
চারপাশ ঘোর অন্ধকার। 
এরা রঙিন প্রতিবেশী
নিশ্চুপ ঘুমন্ত পাড়া,
কোন বাগানে বাঁশের বেড়া
সদ্য লাগানো চারা। 
এ শহরে যান্ত্রিকতা নেই
নেই কোন কৃত্রিমতা,
ভালো মানুষ সাজার প্রয়োজন নেই
নেই মিথ্যা আবেগিকতা। 
এ হলো নিয়তি
জানালা দরজা বিহীন ঘর,
এ শহর আপন হয়, 
যখন অন্য শহর করে পর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...