Wednesday, May 8, 2019

প্রীতম শীল

আনন্দের জায়গা এখানে

হারিয়ে গেছে জীবনের ছন্দ।
বুঝি না আর ভালো মন্দ। 
চারদিকে শুধু বিষাদের গন্ধ। 
মানুষে মানুষে শুধুই দ্বন্দ্ব।


দিকে দিকে শুনি ক্রন্দন। 
ভয়ে আতঙ্কে আছে মন।
পাল্টে গেছে ভাই সমাজ।
মানুষ নেইকো মানুষ আজ।


প্রতিযোগিতায় ছুটছে মানুষ। 
হারিয়ে গেছে মান আর হুশ।
সবাই বলে আমার শুধু আমার।
পৃথিবী আজ লাশের খামার।


এ এক ভয়ঙ্কর পরিস্থিতি। 
স্তব্ধ আজ রিতি নীতি।
চলছে ভাই প্রতিশোধের পালা।
পৃথিবীর পানে কঠিন জ্বালা।


জ্বলছে পৃথিবী পুরছে সবাই। 
যুদ্ধ নয় আর শান্তি চাই। 
এ সমাজ বদলে দাও। 
ভালোবাসা খুঁজে নাও। 


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...