Wednesday, May 8, 2019

সম্পাদক প্যানেল

যে প্রজন্ম দেশের হাল ধরতে চলেছে আগামীতে, এখন সে প্রজন্মের যত্ন নেওয়া এবং ভবিষ্যতে সে প্রজন্মকে স্থান করে দেওয়া আমাদেরই কর্তব্য। রাষ্ট্রের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব আমাদের সকলেরই রয়েছে। সাহিত্য জগতটাও এর বাইরে নয়। সমাজের পুরাতন ব্যাবস্থাকে আধুনিক সভ্যতার আওতায় নিয়ে আসার মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে সাহিত্যের অবদানও অনস্বীকার্য। ত্রিপুরা রাজ্যের দক্ষিণ প্রান্ত থেকেই এক বছর আগে আত্মপ্রকাশ করেছিলো মনন স্রোত। শুরুতে আমরা ভাবিনি এত'টা জনপ্রিয়তা পাবে। আজ এক বছর পরে মনন স্রোতের নিয়মিত পাঠক সংখ্যা দেশে বিদেশে প্রায় ৬ হাজার। সকলের সহযোগীতা ও ভালোবাসায় মনন স্রোতের পথচলা এখন অনেকটাই মসৃণ।

আজ মনন স্রোতের বর্ষপূর্তি উপলক্ষ্যে সকল পাঠক, লেখক এবং কবিদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলোতেও একটি ওয়েব ম্যাগাজিন হিসেবে মনন স্রোত তার সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলার ইতি টানছি।

                  শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
                      জয় দেবনাথ
                          সম্পাদক

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...