বিবর্তনবাদ
মরুভূমির বালুকণা শুষে নেয়
রাতজাগা স্বপ্নের জলবিন্দু গুলিকে ।
পোড়া কাঠের গন্ধে ক্রমশঃ
সজীব হয়ে ওঠে চিতার আগুন ।
এও হয়তো আত্মশুদ্ধিই একপ্রকার ।
জমিয়ে রাখা ক্লেদ বেঘোর জ্বরের
প্রলাপ হয়ে উগরে দেয় লাভা ।
ক্রমেই স্তরীভূত হয় চেতনার অন্তর্দ্বন্দ্ব ।
ঘিরে থাকা উত্তাপ আচমকাই ছুঁয়ে দেয় তোমার হিমালয় কঠিন শীতলতাকে ।
বুঝি এখান থেকেই জন্ম ,
একটা নতুন জীবনের ।
No comments:
Post a Comment