Wednesday, May 8, 2019

দুলাল চক্রবর্তী

শুধু তোমারী জন্য

ফাগুনের ফুড়ফুড়ে হাওয়া
কোকিলের কুহুতান,
মনে করে দেয়
নিজের অজান্তে,
ঋতুরাজ তব আগমন।
পলাশের রক্তলাল রং
মনের আকুতিকে ছু্ঁয়ে
বলে দেয় আমি এসেছি।
বরণ ডালা সাজায়ে
পুণ্য প্রভাতে তোমারি দ্বারে।
মনের তিয়াষ মনের বাসনা
হাজারো রঙিন স্বপ্ন!
অনন্তকাল ধরে রবে নিরবধি
ধরাতো যাবেনা তারে,
শত পসরার মাঝে
খুঁজেমরি শুধু আমি,
অবুঝ আমার চেতনা।
তবুও তৃপ্ত, গ্লানিহীন আমি
তব পদচারনায়।
অনুভবে শুধু পেতে চায়
আমারি আকুল বাসনা।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...