সেক্রেটারিয়েটে বসবে হাট
যেদিন সমস্ত কৃষকেরা মাঠ ছাড়বে
রওনা দেবে মহাকরণে
সেদিন হবে আসল বিপ্লব
শ্রমিকেরা সেদিন নামবে রণে।
পুঁজিপতি ইনভেস্টের
সেদিন পাবে ভীষণ টের,
পেটে দায়ে নোট কামড়াবে
মাঠের দিকে ছুটবে ফের।
সেদিন হবে আসল বিপ্লব
কৃষকেরা যেদিন ছাড়বে মাঠ,
রাস্তার ধারে বিধানসভা
আর সেক্রেটারিয়েটে বসবে হাট।
সেদিন তুমি বুঝবে
লড়াইটা জাতের নয় ভাতের,
লড়াইটা বন্দুক আর গুলির নয়
মগজ এবং হাতের।
No comments:
Post a Comment