Wednesday, May 8, 2019

সুব্রত দেববর্মা

সেক্রেটারিয়েটে বসবে হাট


যেদিন সমস্ত কৃষকেরা মাঠ ছাড়বে

রওনা দেবে মহাকরণে

সেদিন হবে আসল বিপ্লব

শ্রমিকেরা সেদিন নামবে রণে।

পুঁজিপতি ইনভেস্টের 

সেদিন পাবে ভীষণ টের,

পেটে দায়ে নোট কামড়াবে

মাঠের দিকে ছুটবে ফের।

সেদিন হবে আসল বিপ্লব

কৃষকেরা যেদিন ছাড়বে মাঠ,

রাস্তার ধারে বিধানসভা

আর সেক্রেটারিয়েটে বসবে হাট।

সেদিন তুমি বুঝবে

লড়াইটা জাতের নয় ভাতের,

লড়াইটা বন্দুক আর গুলির নয়

মগজ এবং হাতের।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...