Wednesday, May 8, 2019

সুব্রত দেববর্মা

সেক্রেটারিয়েটে বসবে হাট


যেদিন সমস্ত কৃষকেরা মাঠ ছাড়বে

রওনা দেবে মহাকরণে

সেদিন হবে আসল বিপ্লব

শ্রমিকেরা সেদিন নামবে রণে।

পুঁজিপতি ইনভেস্টের 

সেদিন পাবে ভীষণ টের,

পেটে দায়ে নোট কামড়াবে

মাঠের দিকে ছুটবে ফের।

সেদিন হবে আসল বিপ্লব

কৃষকেরা যেদিন ছাড়বে মাঠ,

রাস্তার ধারে বিধানসভা

আর সেক্রেটারিয়েটে বসবে হাট।

সেদিন তুমি বুঝবে

লড়াইটা জাতের নয় ভাতের,

লড়াইটা বন্দুক আর গুলির নয়

মগজ এবং হাতের।


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...