উথ্থান পতন
উথ্থান জাগ্রত হয়ে মাথা তুলে দাঁড়ালে
পতন অপেক্ষায় প্রহর গোনে
যতই অহমিকা দাপিয়ে বেড়ায়
হৃদয়ে গুরু গুরু মেঘের গর্জন ।
পতনের বিভীষিকার বিজ্ঞপ্তি ঘোষিত হলে
উথ্থান আড়ালে লুকিয়ে থাকে
দুঃখের আগুনে যতই পুড়ে নিশ্চিহ্ন
মনে ভবিষ্যতের প্রত্যাশায় সচেতন ।
উথ্থান পতনের ইতিহাস ভূগোলে অজ্ঞতা
বেহিসেবি বেপরোয়া করে তোলে
দুর্দশার রসাতলে তলিয়ে যায় জীবন
No comments:
Post a Comment