Tuesday, May 7, 2019

রণজিৎ রায়

উথ্থান পতন

উথ্থান জাগ্রত হয়ে মাথা তুলে দাঁড়ালে
পতন অপেক্ষায় প্রহর গোনে
যতই অহমিকা দাপিয়ে বেড়ায়
হৃদয়ে গুরু গুরু মেঘের গর্জন ।

পতনের বিভীষিকার বিজ্ঞপ্তি ঘোষিত হলে
উথ্থান আড়ালে লুকিয়ে থাকে
দুঃখের আগুনে যতই পুড়ে নিশ্চিহ্ন
মনে ভবিষ্যতের প্রত্যাশায় সচেতন ।

উথ্থান পতনের ইতিহাস ভূগোলে অজ্ঞতা
বেহিসেবি বেপরোয়া করে তোলে
দুর্দশার রসাতলে তলিয়ে যায় জীবন

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...