Wednesday, May 8, 2019

বিজন বোস

মানবজমিন

মানবজমিন পড়ে আছে নেই চাষবাস
আছে ধিক্কার নিন্দা শ্লোগান --মুর্দাবাদ ,
ক্রুঢ়তা হিংসা বিদ্বেষ  সন্দিহান
হৃদয়ে গহনে উড়ে অবিশ্বাসী নিশান ।
ধ্বংসাত্মক বাক্য অনাবাদের ফল
পতিত কলুষিত সার-বীজ স্নিগ্ধ শীতল জল।
প্রগাঢ় আঁধার ভয়ার্ত বিনিদ্র রজনী
জগদ্দল পাথরে ঠাসা একদা সমৃদ্ধির জমি ,
অবিচার অনাচার ব্যভিচার উত্পীড়ন ধ্বনি
হাহাকার হাস্যোল্লাস শুনায় উদ্ভট বাণী ।
মৃত্যুদূত ক্ষণে ক্ষণে দাপিয়ে বেড়ায়
তবু বাঁচার আশা উঁকি মারে মনের কোনায় ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...