Wednesday, May 8, 2019

শৌভিক বাগচী

যাওয়ার আগে

যাওয়ার আগে কতগুলো
শব্দ দিয়ে গেলাম |
শব্দ গুলোর নীরব বিচরণ
হয় তো তোমার তুমিকে
তুলে দেবে বহুদূর
ওই আকাশে ,মেঘ সোহাগীর
বুক জুড়ে থাকবে তুমি |
তোমার শরীরে থাকবে
মাটির গন্ধ ,
চেতনায় অনিবার্য বৃষ্টি
এরই মাঝে বয়ে যাবে
নির্ঝরের স্রোত
অবিরাম ,অবিশ্রান্ত শব্দের স্রোত
মনন স্রোত |

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...