Wednesday, May 8, 2019

শৌভিক বাগচী

যাওয়ার আগে

যাওয়ার আগে কতগুলো
শব্দ দিয়ে গেলাম |
শব্দ গুলোর নীরব বিচরণ
হয় তো তোমার তুমিকে
তুলে দেবে বহুদূর
ওই আকাশে ,মেঘ সোহাগীর
বুক জুড়ে থাকবে তুমি |
তোমার শরীরে থাকবে
মাটির গন্ধ ,
চেতনায় অনিবার্য বৃষ্টি
এরই মাঝে বয়ে যাবে
নির্ঝরের স্রোত
অবিরাম ,অবিশ্রান্ত শব্দের স্রোত
মনন স্রোত |

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...