প্রথম বার্ষিকী
গতবছরের আজটা
আছে মনে
স্মৃতিগুলি ধরা দেয় আনমনে
সেই সারাটা দিন খুনশুটি
তারপর
দুটি বিপরীত মন ডুবেছিলো
গুটি গুটি.
অবাক ছিলো দুজনাই,
অতীতকে কখনোও
মনে না করে দেওয়ার
ছিলো রোশনাই!
ঘড়ির কাঁটায় তখন রাত দুটো....
একজন ছিলো ঘর ছূট্,
একজন ছিলো নিজ বাড়ি
সুখের জোয়ারে
কিছুটা নিজের করে
পাওয়ার দরবারে
মেতেছিলো দুটি মন,
কিছু প্রেম এভাবে
রয়ে যায় সমাপ্ত
আজ দুজনকে
হারতে হলো সমাজের কাছে!
হারাতে হলো নিষ্পাপ বন্ধুত্ব ।
মানতে পারলো না সমাজ বুদ্ধুরাম ও পাগলীকে।
কেনো এমনটা হলো
জবাবটা দিবে কে?
ফিরবে কি সেই ৭ মে??
No comments:
Post a Comment