Wednesday, May 8, 2019

পূজা মজুমদার

প্রথম বার্ষিকী
            

গতবছরের আজটা
আছে  মনে   
স্মৃতিগুলি ধরা দেয় আনমনে
সেই সারাটা দিন খুনশুটি
তারপর
দুটি বিপরীত মন ডুবেছিলো
গুটি গুটি.

অবাক ছিলো দুজনাই,
অতীতকে কখনোও 
মনে না করে দেওয়ার
ছিলো রোশনাই!

ঘড়ির কাঁটায় তখন রাত দুটো....

একজন ছিলো ঘর ছূট্,  
একজন ছিলো নিজ বাড়ি

সুখের জোয়ারে

কিছুটা নিজের করে 
পাওয়ার দরবারে 
মেতেছিলো দুটি মন,

কিছু প্রেম এভাবে 
রয়ে যায় সমাপ্ত
আজ দুজনকে 
হারতে হলো সমাজের কাছে!

হারাতে হলো নিষ্পাপ বন্ধুত্ব ।

মানতে পারলো না সমাজ বুদ্ধুরাম ও পাগলীকে।
কেনো এমনটা হলো 
জবাবটা দিবে কে?
ফিরবে কি সেই ৭ মে??


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...