Wednesday, May 8, 2019

উৎপল দেবনাথ

হাজার বছর পুরোনো


 হাজার বছর পুরোনো নীল রঙকে খোঁজি

রোদের গায়ে গা ঘেঁষে 

তপ্ত আগুন পুরে দগ্ধ হয়ে

আমি ম্লান,কিন্তু শরীরটা বেঁচে আছে।

হাজারও বছরের পথ বাকি

কিন্তু যাবো কোথায়?

তাও জানা নেই, তোমাকে ছুঁয়েছি কিনা

রঙবে রঙের কত রঙ আজ ধরা দেয়

তাতে ছুঁই কিন্তু স্বাদে অতৃপ্ত 

পুরোনো সেই নীল রঙের ভাবনা এখন নিজেকে অস্থির করে তোলে।

পাহাড়ের  গা বেয়ে চুঁয়ে পরা ঝরনা 

সাদর আমন্ত্রণ নিয়ে আসে।

আমি যাই অঙ্গবিহীন স্বাদ নিয়ে আসি।

পথটা জানা নেই, নিরুদ্দেশ

সেই রাজ আমলের রাজ্যে নাচনাওয়ালি ঘরে, ভোর বিছানায় উঠে

আবার সেই পথের খোঁজ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...