Wednesday, May 8, 2019

অশোকানন্দ রায়বর্ধন

দা  গ 

মেঠোপথে প্রান্তরেখা ছোঁবার পরপরই
হাতছানি দেবো ভেবে রেখেছি মনে মনে
যখন চোরাই নুপূ র বেজে উঠবে উদোম ফাঁকামাঠে
তার কী সময় হবে উনুনআঁচ ফেলে রেখে দিগন্তে দৌড়ুবার

ঘর ছেড়ে যাবার আগে পরিপাটী রাখতে হয় সবকিছু
যাতে কোনো পরকিয়া দাগ না লেগে থাকে  ভুল করেও৷

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...