Wednesday, May 8, 2019

সোমেন চক্রবর্তী

একতারা


             
তাল কেটে যাওয়ার পরও যে গানটা গেয়ে চলেছি
সেই গান কখনো জাগরণী হয় না,
একথা বলে কোরাসের সব শিল্পীরা 
আমার হাতে একতারা ধরিয়ে চলে গেছে বহুদূরে

আজকাল তাই একা একাই বেরিয়ে পড়ি রাস্তায়
বকুল ফুলের বাহানায় ঝরে পড়া গানের কলি খুঁজি 
নির্ভুল হবার মহড়া করি প্রতিটি কেটে যাওয়া তালের ফিকে রঙে

নিজের ভিতরের সব অস্থি মজ্জা ঝেড়ে চৌরাস্তার লাইটপোস্টের নিচে
লাউয়ের শুকনো খোলের মতো পড়ে থাকি  
কোনো এক তৃষ্ণার্ত বাউলের অপেক্ষায়।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...