Wednesday, May 8, 2019

আশিসরঞ্জন নাথ

হলদে পাখী


এসো গাঁদা ফুল

এসো চাঁপা ও শর্ষে ফুল

মন হারানো হলদে রঙের বাহারে। 
বসন্তের রঙ হলুদ
ভালবাসা ও প্রেম মাখামাখি 
মন উড়ে উড়ে বেড়ায়
কত কথা কত গান
মন জুড়ে বাউল বাতাস
একবার কে একজন বলেছিল
হলুদ নাকি সুবিধাবাদী রঙ
আমি তার মানে বুঝি নি আজও
শর্ষে,গাঁদা,চাঁপা কি তবে সুবিধাবাদী ! 
হলুদকে যে যা-ই বলুক
সে আমার প্রিয় রঙ
হলদে পাখি দেখলে আমার মন
প্রজাপতির মত উড়তে চায়
আমি হলদে পাখি হতে চাই তখন। 
হলদে পাখির ঠোঁট কিন্তু লাল
বড্ড বেশি রকমের লাল।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...