Wednesday, May 8, 2019

সুমন পাটারী

আগুন ও ছাই

আমার সমস্ত সুখ দুঃখ
চারদিক থেকে এসে
ঢুকে গেছে একটি বিন্দুর ভেতর
সেই বিন্দুতে ফুটে উঠেছে একটি ফুল

ফুলটি রোদে মাথা তুলেছে
ফুলটি বাগানে পাপড়ি মেলছে
বিজ্ঞাপনের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে বাতাসে।

দিখন্ডিত আকাশের নিচে
প্রজাপতির ভিড়,

ফুটতে ফুটতে ফুলটি আগুন হয়ে যাচ্ছে
দেখতে দেখতে আমি ছাই হয়ে যাচ্ছি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...