Thursday, January 24, 2019

মোঃ রুবেল

আমি ও ওরা

ঘোর তমসায় ভীতু আমি;

চার দেওয়ালের গন্ডীতে আবদ্ধ।
আমার অবসাদগ্রস্ত চোখ দেখেছে --
তোমাদের ঘাত-প্রতিঘাত বিপ্লবের মহামিছিল।
তোমরা প্রকাণ্ড ইমারত বানিয়েছ;- 
উন্মুক্ত গগনকে ছাদ ভেবে।
আস্তাকুঁড়কে লঙ্গর-খানা ভেবে।।
দিনের আকাশে অর্ধনগ্ন শরীর জ্বালিয়ে দাও;-
একচিলতে নিশি চাঁদের আভায় স্নাত হওয়ার আশায়।
বর্ষায় গা ভিজিয়ে শীতল কর;
আর শীতে কাতর তোমরা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটো লক্ষহীন সমরযাত্রী হয়ে।

এমন নাকাল দৃশ্যের প্রয়াসহীন নির্বাক বালক আমি;

হাজারো জনতার ভিড়ে নিজের স্বার্থসিদ্ধিতে লিপ্ত থাকি।


পরিচিতিঃ-
-----------------

মোঃ রুবেল আগরতলায় থাকেন। মনন স্রোতের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু সাহিত্য পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে


No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...