Thursday, January 24, 2019

ড. রঞ্জিত দে

পড়ন্ত বিকেল

এখন পড়ন্ত বিকেল
ঘরে ফেরার ব্যস্ততা
চেনা অচেনার গবাক্ষ-
ক্রমে ক্রমে আলো হারিয়ে
বনফুল - জলপাতা খোঁজে জোনাকী
একটি নদী - দূরন্ত গতি
জীবনের কথা বলে চলে
এখন পড়ন্ত বিকেল
সেও ছুটে চলে কথা বলেনা -
সমুদ্র সন্ধানে ব্যস্ততা।

কোটাল নদী - শুষ্ক শূণ্যতা
সময়টা বদলে যাবে
রাতের আতঙ্ক কেটে যাবে
ভোরের কুয়াশাও।
ম্লান হয়ে যাবে - অহংকার,
যেন রোদ্রহীন দিবস।
স্তব্ধ প্রহর লাভ লোকসানের হিসেব
সন্ধ্যার মেঘ যেন অক্টোপাসের জাল
একদিন আলোর প্লাবনে প্লাবনে
ঘোড়ার ক্ষুরের মতো উত্তেজনা ছড়াবে-
বারুদের হৃদয়ের মতো শব্দ ফাটিয়ে।

পরিচিতিঃ-
-------------------
কবি ও লোকসংস্কৃতি গবেষক ড. রঞ্জিত দে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহন করেন। বর্তমান ঠিকানা দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের আনন্দ পাড়া। ১৯৬৭ সালে সর্বভারতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান ও পুরস্কার লাভ করেন। লোকসংস্কৃতি বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করে ত্রিপুরার সহ বাংলাদেশের পাঠক মহলের কাছে সমাদৃত হয়েছেন। তিনি মননস্রোতের অভিভাবকদের মধ্যে অন্যতম।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...