Thursday, January 24, 2019

ড. রঞ্জিত দে

পড়ন্ত বিকেল

এখন পড়ন্ত বিকেল
ঘরে ফেরার ব্যস্ততা
চেনা অচেনার গবাক্ষ-
ক্রমে ক্রমে আলো হারিয়ে
বনফুল - জলপাতা খোঁজে জোনাকী
একটি নদী - দূরন্ত গতি
জীবনের কথা বলে চলে
এখন পড়ন্ত বিকেল
সেও ছুটে চলে কথা বলেনা -
সমুদ্র সন্ধানে ব্যস্ততা।

কোটাল নদী - শুষ্ক শূণ্যতা
সময়টা বদলে যাবে
রাতের আতঙ্ক কেটে যাবে
ভোরের কুয়াশাও।
ম্লান হয়ে যাবে - অহংকার,
যেন রোদ্রহীন দিবস।
স্তব্ধ প্রহর লাভ লোকসানের হিসেব
সন্ধ্যার মেঘ যেন অক্টোপাসের জাল
একদিন আলোর প্লাবনে প্লাবনে
ঘোড়ার ক্ষুরের মতো উত্তেজনা ছড়াবে-
বারুদের হৃদয়ের মতো শব্দ ফাটিয়ে।

পরিচিতিঃ-
-------------------
কবি ও লোকসংস্কৃতি গবেষক ড. রঞ্জিত দে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহন করেন। বর্তমান ঠিকানা দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের আনন্দ পাড়া। ১৯৬৭ সালে সর্বভারতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান ও পুরস্কার লাভ করেন। লোকসংস্কৃতি বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করে ত্রিপুরার সহ বাংলাদেশের পাঠক মহলের কাছে সমাদৃত হয়েছেন। তিনি মননস্রোতের অভিভাবকদের মধ্যে অন্যতম।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...